বালুরঘাটে ঐতিহ্যের ধারাবাহিকতা—প্রণব চক্রবর্তীর বাড়িতে দেবী সংকটনাশিনী দুর্গার অষ্টমঙ্গলা পূজো অনুষ্ঠিত।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের স্বনামধন্য পুরোহিত প্রণব চক্রবর্তীর চকভবানীর বাসভবনে আজ দেবী সংকটনাশিনী দুর্গার অষ্টমঙ্গলা পুজো অনুষ্ঠিত হলো, প্রতিবছর অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের শুক্রবার এই মায়ের বাৎসরিক পুজো হয়। গত শুক্রবার এই মায়ের বাৎসরিক পুজো হয়, আজ অষ্টমঙ্গলা পূজো হল। আজ থেকে আশি বছর আগে প্রণব চক্রবর্তী ঠাকুরদা যামিনীনাথ পঞ্চতীর্থ স্মৃতিভূষণ শাস্ত্রী তৎকালীন অবিভক্ত বাংলার পাবনা জেলার সোহাগপুরে নিজের বাসভবনে এই পুজো শুরু করেন। আজ নানা পদ সহ অন্নভোগ দিয়ে মায়ের অষ্টমঙ্গলা পুজো হয়। এই মায়ের প্রধান প্রসাদই হল সম্বরা ছাড়া খিচুড়ি। মহাভারতে বিরাটপর্বে অজ্ঞাতবাস কালে পঞ্চপান্ডব একসময় গভীর সংকটে পড়েছিলেন, সেইসময় যুধিষ্ঠির তার ভাইদেরকে নিয়ে এই মায়ের আরাধনা করেন এই মা তাদের সেই সময়ের গভীর সংকট থেকে রক্ষা করেন যেকোনো সংকট বা বিপদ থেকে এই মা তার ভক্তদের রক্ষা করেন জন্য এই মায়ের নাম সংকটনাশিনী দুর্গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *