
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- আবার বিস্ফোরক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি । তৃণমূলের সংহতি সভা থেকে বিরোধীদের মাথার খুলি ভেঙ্গে দেওয়ার হুংকার তার। তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে। মালদায় আসলে বিরোধী দলনেতা কে গাড়ি থেকে মাটিতে পা ফেলতে দেওয়া হবে না বলে হুংকার। সংহতি দিবস উপলক্ষে মালদা ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে তৃণমূলের পক্ষ থেকে পথসভা করা হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রাতের অন্ধকারে বিরোধীরা ষড়যন্ত্র করছে। যে মাথা দিয়ে এই ষড়যন্ত্র করছে সেই মাথার খুলি ভেঙে দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কদর্য ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করছে। ও একটা নির্লজ্জ বেহায়া। তৃণমূল কংগ্রেস চাইলে ওকে মালদার মাটিতে আসলে গাড়ি থেকে পা মাটিতে রাখতে দেবো না। তিনি কেন এই কথা বললেন এই প্রশ্নের জবাবে, তিনি বলেন বিজেপি এই রাজ্যে যে পরিস্থিতি সৃষ্টি করছে তাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। বিরোধী দলের নেতা যাচ্ছেতাই ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন। আর তার জবাব তাকে দেওয়া হয়েছে। আব্দুর রহিম বকশীকে তীব্র কটাক্ষ বিজেপি নেতা অম্লান ভাদুড়ীর। শুভেন্দু কে দেখে আতঙ্কিত তৃণমূল আর সেই কারণেই আব্দুর রহিম বক্সী এ ধরনের কথাবার্তা বলছে। উনার ক্ষমতা থাকলে কিছু করে দেখান পাল্টা হুংকার বিজেপি নেতৃত্বের।












Leave a Reply