
পূর্ব মেদিনীপুর। নিজস্ব সংবাদদাত:- পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়া থেকে রায়চকপর্যন্ত দীর্ঘ প্রায় সাত কিলোমিটার রাস্তার বেহাল দশা।
রাস্তা পরিদর্শনে সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে রাস্তার কোন কাজ হয়নি, রাস্তা বিধ্বস্ত রাস্তার উপর দিয়েই বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষজন এবং কোন রোগীকেও নিয়ে যেতে হলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বারংবার। বারংবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোন প্রকার সাড়া মেলেনি, দুর্ঘটনার সম্মুখীন হতে হয় পথচারীদের, সাইকেল বাইক সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে এই রাস্তা দিয়ে, কিন্তু সম্প্রসারণ হয়নি। সেই রাস্তা পরিদর্শন করেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্থানীয় মানুষজনদের সাথে কথা বলেন তিনি। পাশাপাশি ১৫ থেকে ২০ দিনের মধ্যে রাস্তার কাজ না হলে জেলা পরিষদ অফিস ঘেরাও করে অবরোধ করার ডাক দিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এমনকি রাস্তা সম্প্রসারণ না হলে ভোট বয় কাঠের ডাক দেন স্থানীয় মানুষজনরা।












Leave a Reply