
জলদাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- জলদাপাড়া অরণ্য সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হওয়া ছোট হাতিশাবকটি বর্তমানে নিরাপদে রয়েছে এবং শীতের প্রকোপ থেকে কিছুটা স্বস্তি পাচ্ছে। বন দপ্তর সূত্রে জানা গেছে, মাত্র ১৫ দিন বয়সেই হাতিশাবকটি তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত তাকে উদ্ধার করা হয়।
বর্তমানে জলদাপাড়া সেন্ট্রাল পিলখানায় বন দপ্তরের তত্ত্বাবধানে হাতিশাবকটির পরিচর্যা চলছে। অভিজ্ঞ মাহুত ও হাতি পরিচর্যাকারীদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে সে। প্রয়োজন অনুযায়ী খাবার, উষ্ণতার ব্যবস্থা ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হাতিশাবকটির যত্ন নেওয়া হচ্ছে।
বন আধিকারিকদের মতে, উদ্ধার হওয়ার পর হাতিশাবকটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ধীরে ধীরে তাকে স্বাভাবিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে উপযুক্ত সময়ে তাকে পুনর্বাসনের বিষয়েও চিন্তাভাবনা করা হবে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে।












Leave a Reply