
কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- বাংলাদেশে সংখ্যালঘু নিধন এবং সংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর উপর মৌলবাদী হামলার প্রতিবাদে শুক্রবার কাঁচরাপাড়ায় ধিক্কার মিছিল করল সিপিআইএম। মিছিলে অংশ নিয়ে বাম নেতৃত্ব বাংলাদেশের ধর্মীয় মৌলবাদী শক্তির পাশাপাশি এই বিষয়ে নীরব থাকার জন্য বাংলাদেশ ও ভারতের শাসক মহলের কড়া সমালোচনা করেন।
এদিন কাঁচরাপাড়া শিবানী হাসপাতাল বাসস্ট্যান্ড চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে গান্ধীমোড়, কাঁচরাপাড়া স্টেশন রোড পরিক্রমা করে কাঁচরাপাড়া কলেজ মোড়ে এসে শেষ হয়। মিছিলে সিপিআইএমের কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
মিছিল শেষে আয়োজিত পথসভায় সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধারাবাহিক আক্রমণ চলছে তা চরম নিন্দনীয় ও ধিক্কারজনক। যেকোনো সমাজে সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষার দায়িত্ব সংখ্যাগুরুদের।”
কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করে তিনি আরও বলেন, “এই বিষয়ে কেন্দ্র সরকার কূটনৈতিক ও মানবিক অবস্থান না নিয়ে সাম্প্রদায়িক রাজনীতির পথ বেছে নিচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”












Leave a Reply