
জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- ক্রান্তি ব্লক যুব তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা। গতকাল আনুষ্ঠানিকভাবে ক্রান্তি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্ব পান ফরিদুল আলম। দায়িত্ব পাওয়ার পরের দিনই, আজ সকাল থেকে তাঁকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার চিত্র ধরা পড়ে গোটা এলাকাজুড়ে।
সকালের প্রথম প্রহর থেকেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব, ব্লক ও অঞ্চল স্তরের কার্যকর্তা এবং যুব তৃণমূলের কর্মীরা ফরিদুল আলমের বাড়িতে উপস্থিত হয়ে তাঁকে সংবর্ধনা জানান। মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয় নবনিযুক্ত সহ-সভাপতিকে। শুধু দলীয় নেতৃত্বই নয়, পাড়া-প্রতিবেশী ও তৃণমূল কংগ্রেসের সমর্থকরাও স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে আনন্দ ভাগ করে নেন। গোটা এলাকা যেন এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফরিদুল আলম বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত। দল আমাকে যে বিশ্বাস ও দায়িত্ব দিয়েছে, তা যেন মর্যাদার সঙ্গে পালন করতে পারি—এটাই আমার লক্ষ্য। সাধারণ মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে থাকব।”
রাজনৈতিক বার্তা দিতে গিয়ে তিনি আরও বলেন, “এই দায়িত্ব পাওয়ার পর ক্রান্তি ব্লকে বিজেপিকে শূন্য করাই আমাদের লক্ষ্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আবারও প্রমাণ হবে—খেলা হবে।”
ফরিদুল আলমের এই বক্তব্যে উপস্থিত দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস লক্ষ্য করা যায়। কর্মীরা জানান, যুব সমাজকে আরও বেশি করে সংগঠনের সঙ্গে যুক্ত করে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করাই এখন তাঁদের প্রধান লক্ষ্য।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনে ক্রান্তি ব্লক জুড়ে একাধিক সাংগঠনিক কর্মসূচি, জনসংযোগ অভিযান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা রয়েছে। নবনিযুক্ত সহ-সভাপতির নেতৃত্বে যুব তৃণমূল কংগ্রেস আরও সক্রিয় ভূমিকা নেবে বলেই আশা করছে রাজনৈতিক মহল।
সব মিলিয়ে, ফরিদুল আলমকে ঘিরে আজকের এই সংবর্ধনা শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানই নয়, বরং ক্রান্তি ব্লকের রাজনৈতিক ময়দানে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন ও ভবিষ্যৎ লড়াইয়ের প্রস্তুতির স্পষ্ট বার্তা হিসেবেই ধরা পড়েছে।












Leave a Reply