
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বর্তমানে চরম শৈত্যপ্রবাহ চলছে। এমতাবস্থায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে ও গঙ্গারামপুর ব্লাড সেন্টারে চরম রক্তের সংকট দেখা দিয়েছে। বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তের যোগান অব্যাহত রাখতে ৫ই জানুয়ারী সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে একটি স্বেচ্ছায় ইনহাউস রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ফোরামের ইনহাউস রক্তদান শিবিরের দায়িত্বে ছিলেন সোমা কুন্ডু। শিবিরে ফোরামের সাধারণ সম্পাদক সুশান্ত কুন্ডু, ফোরামের অন্যান্য সদস্য-সদস্যা ও স্বাস্হ্যকর্মীরা এবং বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের দায়িত্বে থাকা ডাক্তার ও ব্লাড সেন্টারের কর্মীরা উপস্থিত ছিলেন। এই ইনহাউস রক্তদান শিবিরে মোট ১০ জন রক্তদান করেন।












Leave a Reply