অঙ্কুশ–ঐন্দ্রিলাকে এক ঝলক দেখতে গঙ্গারামপুরে জনসমুদ্র, হিমশিম খাল পুলিশ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা চক্রবর্তীকে এক ঝলক দেখতে গঙ্গারামপুরের রাজপথে ভক্তদের ভিড় উপচে পড়ল। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হল পুলিশ প্রশাসনকে।
অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা চক্রবর্তীর নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল নতুন সিনেমা রিলিজ হতে চলেছে। তার আগে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে প্রচার আসেন অভিনেতা অঙ্কুশ ও অভিনেত্রী ঐন্দ্রিলা। বালুরঘাট যাবার পথে অঙ্কুশ ও ঐন্দ্রিলা গঙ্গারামপুর শহরের আভিজাত বস্ত্র প্রতিষ্ঠান শ্রীশ্যামে ঢোকেন। শ্রীশ্যাম থেকে ব্লোজার সহ বেশ কিছু পোষাক কেনাকাটা করেন। অভিনেতা অঙ্কুশ ও অভিনেত্রী ঐন্দ্রিলা শ্রীশ্যামে পোষাক কিনতে আসবেন। এমন খবর ছড়িয়ে পড়তে প্রিয় অভিনেতা অভিনেত্রীকে এক ঝলক দেখতে পোষাকের দোকানের সামনে প্রচুর মানুষের ভিড় জমে।বেলা সাড়ে তিনটা নাগাদ অভিনেতা অঙ্কুশ ও অভিনেত্রী ঐন্দ্রিলা সাদা রং এর গাড়িতে চেপে শ্রীশ্যামে পৌঁচ্ছাতে গঙ্গারামপুর শহরের রাজপথে ভক্তদের ভিড় উপচে পড়ে। ভিড় সামাল দিতে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও রেফ। তবুও হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। তবে বছরের শুরুতে প্রিয় অভিনেতা অভিনেত্রীকে এক ঝলক দেখতে পেয়ে খুশি গঙ্গারামপুর শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *