
মালদা, নিজস্ব সংবাদদাতা :- অভিষেক ব্যানার্জীর মালদা সফরের আগে চলল গুলি। গুলিবিদ্ধ এক তৃণমূল সমর্থক। ঘটনায় আহত গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক পরিবারের আরও দুজন। অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট এলাকার এক তৃণমূল নেতা এবং তার ছেলের বিরুদ্ধে। গত বছর দুইর আগে জানুয়ারী ঠিক এই সময় তৃণমূল নেতা বাবলা সরকারকে প্রকাশ্যে গুলি করে খুনের পরেই আবার নতুন বছরের শুরুতেই এই গুলি কান্ড। ঘটনা মালদার কালিয়াচক থানার কাশিম নগর নিচুপাড়ার। গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক জামালুদ্দিন সেখ। তিনি পেশায় জল ব্যবসায়ী। বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তাঁর ছেলে সামিম সেখ এবং ভাইপো সাদ্দাম সেখকে। অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী বাবর আলী ও তাঁর ছেলে হেদায়েত এই ঘটনার পর পলাতক। দুদিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোল বাঁধে। যা নিয়ে গতকাল সালিশি সভা হয়। সেখানেও বিবাদ বাধে। এরপর আজ সকালে জামালুদ্দিন শেখকে জল নেওয়ার নাম করে বাড়িতে ডাকে বাবর আলী। এরপর বাড়িতে
ঢুকিয়ে অভিযুক্তরা জামালুদ্দিন সেখকে গুলি মারে। পিঠে গুলি লাগে তার। খবর পেয়ে তার ছেলে শামীম শেখ এবং তার
ভাতিজা সাদ্দাম শেখ গেলে তাদেরকে বন্ধুকে বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ এবং আক্রান্তরা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। জানান মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।












Leave a Reply