
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-দক্ষিণ দিনাজপুরের এক প্রত্যন্ত গ্রামে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। সেই সঙ্গে কুমারগঞ্জে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য সফর ঘিরে রাজনৈতিক মহলেও চরম উৎকণ্ঠা ও প্রত্যাশা তৈরি হয়েছে।
সোমবার, ১০ নভেম্বর ২০২৫-এ, কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট এলাকার আগাছা গ্রামের বাসিন্দা ওছমান মণ্ডল (৬৫) আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। পরিবারের দাবি, পরিচয়পত্র সংক্রান্ত বিভ্রান্তি ও আতঙ্ক দীর্ঘদিন ধরে তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।
পরিবার সূত্রে জানা গেছে, বিভিন্ন সরকারি নথিতে ওছমানের নাম কোথাও ‘ওছমান মণ্ডল’, আবার কোথাও ‘ওছমান মোল্লা’ হিসেবে নথিভুক্ত ছিল। এই নামের অসঙ্গতির জেরে এসআইআর যাচাই প্রক্রিয়ায় তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে—এই আশঙ্কায় তিনি চরম আতঙ্কে ভুগছিলেন।
গত কয়েক সপ্তাহ ধরে ওছমান মণ্ডল একাধিক সরকারি দপ্তরে ঘুরে বেড়াচ্ছিলেন নথি সংশোধনের জন্য। তাঁর ভাইপো গোলাপ মণ্ডল বলেন, “নামের গরমিলের কারণে ভোটাধিকার হারানোর ভয়েই কাকাকে ভীষণ চাপের মধ্যে থাকতে দেখেছি। সেই মানসিক চাপই তাঁকে ভেঙে দেয়।”
স্থানীয় সূত্রের অনুমান, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি ও আতঙ্ক থেকেই এই চরম সিদ্ধান্ত। এই ঘটনায় আবারও সামনে এসেছে নথিভিত্তিক যাচাই প্রক্রিয়ার মানসিক প্রভাব নিয়ে গুরুতর প্রশ্ন।
এই প্রেক্ষাপটেই কুমারগঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের কুমারগঞ্জ ব্লক সভাপতি গণেশ দাস জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে ডাঙ্গারহাট হাই স্কুল মাঠে পৌঁছতে পারেন।
সূত্রের খবর, সেখানে তিনি এসআইআর শুনানিতে যাঁদের নাম উঠেছে, এমন প্রায় ৫০০ জনের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে তিনি ওছমান মণ্ডলের পরিবারের সঙ্গেও দেখা করে ইটাহারের উদ্দেশে রওনা দেবেন। ৭ জানুয়ারির অপেক্ষায় কুমারগঞ্জ—শোক, আতঙ্ক ও রাজনৈতিক প্রত্যাশার মাঝেই।












Leave a Reply