
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: স্বাস্থ্য সচেতনতা ও খেলাধুলার প্রসারে রবিবার সকালে এক বর্ণাঢ্য ম্যারাথন দৌড়ের আয়োজন করল গঙ্গারামপুর পৌরসভা। এদিনের এই দৌড়কে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। জানা গেছে, এদিনের প্রতিযোগিতায় প্রায় ৫০০-র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।
ম্যারাথনটির আনুষ্ঠানিক সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। তিনি সবুজ পতাকা নেড়ে দৌড়ের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। চেয়ারম্যান তাঁর বক্তব্যে জানান, শরীরকে সুস্থ রাখতে এবং যুবসমাজকে মাঠমুখী করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি।
শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই দৌড় শেষ হয়। বিজয়ীদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছিল। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে সফল করে তুলেছে।












Leave a Reply