
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নেশামুক্ত বাংলা অভিযান এবং বাল্যবিবাহ, শিশু পাচার ও শিশু যৌন নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে আজ অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালুরঘাট ব্লকে অবস্থিত অযোধ্যা কেডি বিদ্যানিকেতন-এ একটি বিশেষ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এই কর্মসূচিটি জেলা সমাজকল্যাণ দপ্তরের সহযোগিতায় মধ্য রামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতি ও শক্তি বাহিনী-র উদ্যোগে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের মাননীয়া প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার বিভিন্ন স্তরের প্রতিনিধি ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
শক্তি বাহিনী-র পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন চন্দনা সরকার ও দেবু সরকার। তাঁরা বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু পাচার (Child Trafficking) এবং শিশু যৌন নির্যাতন (Child Sexual Abuse) সংক্রান্ত সামাজিক ও আইনি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।
পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট সেল (Police Community Development Cell)-এর পক্ষ থেকে দীপা সরকার ও তাঁর টিম উপস্থিত ছিলেন। তাঁরা বিশেষভাবে সাইবার ক্রাইম সম্পর্কে আলোচনা করেন এবং বর্তমান সময়ে শিশু ও কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
মধ্য রামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতি-র পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন শিল্পী বর্মন ও গোফফার মণ্ডল। তাঁরা নেশামুক্ত বাংলা অভিযানের উদ্দেশ্য, নেশার ক্ষতিকর প্রভাব এবং নেশামুক্ত সমাজ গঠনে পরিবার ও সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সমগ্র সভাটি অত্যন্ত ফলপ্রসূ ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ছিল। অংশগ্রহণকারীরা নেশামুক্ত সমাজ গড়া, বাল্যবিবাহ বন্ধ করা এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ হন।












Leave a Reply