
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এস আই আর এ ডাক পেয়ে সাংসদ দেব বলেন কোন না কোন কারণে আমি হেড লাইনে থাকছি, আমি পরিস্কার বলতে চাইছি আমি ইন্ডিয়ান ভারতীয়, আমাদের দেশে যেটা ল অফ টি ল্যান্ড হবে আমাকে সেটা ফলো করতে হবে। এটা যদি ল অফ দা ল্যান্ড হয় সেটা আমি ফলো করব। ব্যক্তিগতভাবে আমার সেটা বলার কিছু নেই।
যে যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম ২০২৪-এ নির্বাচনে সেই সমস্ত কাজ শুরু হয়েছে, যে কাজটা ছয় মাস আগেই শুরু হওয়ার কথা ছিল টেন্ডার প্রবলেমের জন্য সে টেন্ডার শুরু হতে পারেনি, ঘাটাল মাস্টার প্ল্যান এগিয়ে গেছে অনেকগুলো টেন্ডার প্রসেসের মধ্যে রয়েছে অনেকগুলো টেন্ডার পাস হয়েছে কাজ শুরু হয়ে গেছে, সাংসদ দেব যে যে কথা দিয়ে ভোটটা নিয়েছিল বা মানুষের ভালোবাসা পেয়েছিল দেব সেসব কথা ফেরায়নি, কথা দিয়ে কথা রেখেছে মন্তব্য সাংসদ দেবের।
পাঁশকুড়ায় হুমায়ুন কবির আসা নিয়ে বলেন কোন হুমায়ুন কবির আমাদের সবই তো আমাদের , যে দলই হোক না কেন শুভেচ্ছা ওনাকে বললেন সাংসদ দেব।
ছাব্বিশে নির্বাচন নিয়ে বলেন বাংলার মানুষ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে তুমি আমি বলার কে। ! দাবি দেবের।
এস আই আর এ মানুষকে হেনস্তার কথা বলে সুপ্রিম কোর্টে গেছে তৃণমূল সে বিষয়ে বলেন এটা দলের স্পোক পারসন বেশি ভালো বলবেন, আমি একজন দলের সাংসদ আমি সব কিছু না জেনে এসব বক্তব্য রাখতে পছন্দ করিনা, এটাই আমার নীতি দলের যে বেশি জানে যে স্পোক পারসন সেই বললে ভাল হয় মন্তব্য দেবের।
ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে পথশ্রী ৪ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই মোতাবেক পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসোরা গ্রাম পঞ্চায়েতের পাটনা এলাকায় পথশ্রী 4 এর উদ্বোধন করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেতা দেব।
সাড়ম্বরে হয় এই উদ্বোধন, দক্ষিণ গোপালপুর থেকে দিয়াখালি পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার রাস্তার উদ্বোধন হয়। ফিতা কেটে নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন সাংসদ দেব।












Leave a Reply