বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে পালিত হচ্ছে ‘ছাত্র সপ্তাহ -২০২৬’।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সর্ব শিক্ষা মিশন ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে দোসরা জানুয়ারী থেকে আটই জানুয়ারী পর্যন্ত ‘ছাত্র সপ্তাহ -২০২৬’ পালিত হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

৬ই জানুয়ারী মঙ্গলবার ছাত্র সপ্তাহ পালনের চতুর্থ দিনে ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি বরণীয় ব্যক্তির উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হিলি নিবাসী বঙ্গরত্ন বিশিষ্ট সমাজসেবী অমূল্য রতন বিশ্বাস।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত দাস জানিয়েছেন, ছাত্র সপ্তাহ পালনের প্রথম দিনে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকার উপস্থিতিতে বিভিন্ন শ্রেণীতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণের পাশাপাশি শংসাপত্র বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে বিদ্যালয়ের পক্ষ থেকে ‘তামাক জাত পণ্য ব্যবহারের কুফল ‘ নিয়ে একটি র‍্যালি’র আয়োজন করা হয়।

তৃতীয় দিনে উপভোক্তা আইন,২০১৯ ও উপভোক্তাদের অধিকার নিয়ে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কনজিউমার ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রসূণ সমাজদার উপভোক্তাদের অধিকার বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন। বিদ্যালয়ের কয়েকশো ছাত্রছাত্রী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পঞ্চম দিন ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি ষষ্ঠ দিনে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পাঠ্য বিষয়ে সহায়ক গ্রন্থ ও জ্ঞান- বিজ্ঞানের পুস্তক বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *