
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য তৃণমূল কংগ্রেসের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা–২বি ব্লকের ৮ নম্বর সারবত অঞ্চলের একাধিক এলাকায় ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচি নিয়ে পথসভার আয়োজন করা হয়।
চাতরা, ধবনী ও দেরপুর—এই তিনটি এলাকায় পর্যায়ক্রমে আয়োজিত পথসভাগুলিতে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায় ও বরেন মণ্ডল, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ বাগ, সাবিনা বেগম সহ ব্লক ও অঞ্চলের একাধিক তৃণমূল নেতাকর্মী।
পথসভায় বক্তারা রাজ্য সরকারের গত প্রায় ১৫ বছরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কাজের বিস্তারিত খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, পানীয় জল, সামাজিক সুরক্ষা প্রকল্প-সহ একাধিক ক্ষেত্রে রাজ্য সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হয় এই কর্মসূচির মাধ্যমে।
বক্তারা বলেন, মানুষের ঘরে ঘরে পৌঁছে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরাই ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচির মূল লক্ষ্য। আগামী দিনেও এই ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখবে তৃণমূল কংগ্রেস।












Leave a Reply