
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘাতে জগন্নাথ ধাম হওয়ার পর, এবার কোলাঘাটের শুভেন্দু অধিকারীর হাত ধরা ওঙ্কার ধাম মন্দির ভিত্তিস্থাপন করলেন। কোলাঘাটে মারো বেরিয়া এলাকায় রূপনারায়ণ নদীর তীরে শুভেন্দু অধিকারীর হাত ধরে ভিত্তি স্থাপন হল ওঙ্কারনাথ ধাম মন্দির। রূপনারায়ণ নদী পাড়ে ৩০ একর জায়গা নিয়ে তৈরি হবে এই মন্দির। চন্দ্রকোনারোডের তৃণমূলের গড়বেতা থানায় এফ আই আর নিয়ে তিনি বলেন হাইকোর্টে দেখা।
শুভেন্দু অধিকারী বলেন বলেন আগামী দিন ফাইল চুরি নিয়ে আমি নবান্নর সামনে ধরনায় বসবো
সহ আরো বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি












Leave a Reply