
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ থেকে শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলার পরিচয় পাখি গণনা। জেলার তপন দিঘী এলাকা থেকে এই পরিযায়ী পাখি গণনার সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রটেকশন সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসাক, ফরেস্ট রেঞ্জার তাপস কুন্ডু, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ বনদপ্তর ও পরিবেশপ্রেমী সংগঠনের অন্যান্য সদস্যরা।
জানা গেছে, শীতের মরশুম শুরু হওয়ার পর থেকেই দক্ষিণ দিনাজপুর জেলায় পরিযায়ী পাখির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সেই কারণেই নিয়মিত বার্ষিক পাখি গণনা কর্মসূচি শুরু করা হয়েছে। তপন দিঘীতে লেসার হুইসলিং ডাক, পার্পল হেরনসহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী ও দেশীয় পাখির দেখা মিলছে। তবে বিশ্বজিৎ বসাক জানান, প্রতি বছরের তুলনায় চলতি বছরে পাখির সংখ্যা কিছুটা কম। পাখির সংখ্যা কমে যাওয়ার কারণ খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।












Leave a Reply