
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পিছিয়ে পড়া দুঃস্থ ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্যে এবার এগিয়ে এলো অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠন, ১২ই জানুয়ারি অর্থাৎ সোমবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর দিনে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুকির তুঁতবাড়ী এলাকায় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপনের পাশাপাশি শুরু করা হয়েছে এলাকার দুঃস্থ ছাত্র-ছাত্রীদের নিয়ে পাঠশালা। পাশাপাশি এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। এই দিন উপস্থিত ছিলেন চিত্ত পইড়া,শীতল ভূঁইয়া, পলাশ ঘোষ,প্রসেনজিৎ কুন্ডু, দিব্যেন্দু সিংহ রায়, চিরঞ্জিত রানা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আগামী দিনেও পিছিয়ে পড়া এলাকায় এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।












Leave a Reply