
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটের নেতাজি স্পোটিং ক্লাব গৌরবময় ৭৫ বছরে পদার্পণ করলো। এগারোই জানুয়ারী রবিবার বিকেলে ক্লাবের গৌরবময় ৭৫ বছরকে স্মরণীয় করে রাখতে দীপালি নগর ময়দান থেকে ক্লাবের সদস্যবৃন্দ, ক্লাবের বিভিন্ন ক্রীড়ার প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়, এলাকাবাসী এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে।
বর্ণাঢ্য শোভাযাত্রায় ক্লাবের গৌরবময় ৭৫ বছরের প্রবাহমান ক্রীড়া ও সংস্কৃতির ঐতিহ্যকে ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়। শোভাযাত্রার পরে দীপালি নগর ময়দানে ক্লাবের পক্ষ থেকে আতশবাজি ফুটানো হয়। ক্লাবের গৌরবময় ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ক্লাবের পরিচালনায় সারা বছরব্যাপী বিভিন্ন ক্রীড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজন করা হবে।
ক্লাব সভাপতি মৃগাঙ্ক সরকার জানিয়েছেন – “ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজসেবামূলক কার্যক্রমের আয়োজন করা হবে। সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে একটি ক্যান্সার নির্ণয় শিবিরের আয়োজন করা হবে। বিশেষ করে, ক্যান্সার আক্রান্ত মহিলাদের রোগ নিরাময়ের জন্য অস্ত্রোপচারের ক্ষেত্রে ক্লাব বিনামূল্যে সহায়তা প্রদান করবে। এছাড়াও প্রতিবছর ক্লাব জেলার দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য সহায়তা প্রদান করবে এবং বছরব্যাপী আরও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের আয়োজন করা হবে।”












Leave a Reply