
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- ১২ জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে বালুরঘাটের হিলি মোড়ে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে রবিবার সকাল ন’টায় হিলি মোড়ে অবস্থিত বিবেকানন্দের মূর্তি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হলো।
১২ জানুয়ারি সোমবার সকাল ছটায় হিলি মোরে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। এরপর সেখান থেকে সর্বসাধারণের উপস্থিতিতে একটি ম্যারাথন দৌড় আয়োজন করা হবে।
ম্যারাথন দৌড়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কারের পাশাপাশি শংসাপত্র দেওয়া হবে। এছাড়াও ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারী সকলকেই বিশেষ পুরস্কার ও শংসাপত্র দেওয়া হবে। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ম্যারাথন দৌড়ের মাধ্যমে স্বামী বিবেকানন্দের আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য।












Leave a Reply