বালুরঘাট–বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে মালদায় প্রধানমন্ত্রীর সফরে একাধিক রেল প্রকল্পের উদ্বোধন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে দক্ষিণ দিনাজপুরবাসীর। বালুরঘাট থেকে সরাসরি বেঙ্গালুরুগামী এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পথে। আগামী ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত পশ্চিমবঙ্গের মালদা সফর ঐতিহাসিক হতে চলেছে। এই সফরেই রেল দপ্তরের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে।
রেল সূত্রে জানা যাচ্ছে, মালদা থেকে প্রধানমন্ত্রী একসঙ্গে একাধিক নতুন ট্রেন পরিষেবার সূচনা করবেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, যা দেশের প্রথম দীর্ঘপথের বন্দে ভারত স্লিপার সংস্করণ হিসেবে চালু হতে চলেছে। আধুনিক সুযোগ–সুবিধা, উন্নত স্লিপার কোচ, স্বয়ংক্রিয় দরজা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও দ্রুতগতির পরিষেবার মাধ্যমে এই ট্রেন উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার যোগাযোগ আরও মজবুত করবে।
এছাড়াও একই দিনে যেসব নতুন ট্রেন পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো বালুরঘাট–বেঙ্গালুরু সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন। প্রস্তাবিত এই ট্রেনটির চূড়ান্ত টার্মিনাল হিসেবে বেঙ্গালুরুর এসএমভিটি (Sir M. Visvesvaraya Terminal) ধরা হচ্ছে। রেল আধিকারিকদের মতে, এই ট্রেনটি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও সংলগ্ন এলাকার মানুষদের জন্য দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন দিগন্ত খুলে দেবে। বিশেষ করে বেঙ্গালুরুর আইটি হাব এলাকায় কর্মরত ও পড়াশোনা করা বহু মানুষ এই ট্রেনের মাধ্যমে উপকৃত হবেন, সাথে সাথে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের দক্ষিণ ভারতে গিয়ে চিকিৎসার ক্ষেত্রে বিরাট সুবিধা হবে ।
রেল সূত্র আরও জানাচ্ছে, বালুরঘাট–SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক পরিষেবা হিসেবে চালু হবে । যদিও রুট, সময়সূচি ও কোচ বিন্যাস চূড়ান্তভাবে ঘোষণার অপেক্ষায় রয়েছে।
একইসঙ্গে, বেঙ্গালুরু–রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের কথাও উঠে এসেছে রেল দপ্তরের পরিকল্পনায়। এই ট্রেনটি চালু হলে রাধিকাপুর আন্তর্জাতিক সীমান্ত স্টেশন পর্যন্ত সরাসরি দক্ষিণ ভারতের যোগাযোগ আরও জোরদার হবে। ফলে সীমান্তবর্তী এলাকা, বালুরঘাট ও আশপাশের জেলার যাত্রীদের জন্য রেল যাত্রা আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে মনে করা হচ্ছে।
এই ট্রেনগুলি চালু হলে বালুরঘাটের রেল মানচিত্রে বড় পরিবর্তন আসবে। এতদিন কলকাতা বা অন্য বড় জংশন ঘুরে বেঙ্গালুরু যেতে হলেও, এবার সরাসরি বালুরঘাট বা রাধিকাপুর থেকেই দক্ষিণ ভারতের উদ্দেশে যাত্রা করা সম্ভব হবে।
এ বিষয়ে বালুরঘাট লোকসভার সাংসদ ডা. সুকান্ত মজুমদার বলেন,
“এটি দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য ঐতিহাসিক সুখবর। বহুদিনের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। বালুরঘাট থেকে বেঙ্গালুরু সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে। আগামী ১৭ জানুয়ারি মালদা থেকে এর অফিসিয়াল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।”
তিনি আরও জানান, এই গুরুত্বপূর্ণ রেল পরিষেবা চালুর জন্য বালুরঘাট লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের পক্ষ থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
রাজনৈতিক প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বলেন,
“গত ৭ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সংসদীয় এলাকায় এসে বলেছিলেন—আমি যদি কথা দিয়ে কথা রাখতে পারি, তবে আমাকেই ভোট দিতে। আমরা কথা দিলে কথা রাখি। এবার তৃণমূল নেতা-কর্মীরা যেন তাঁদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথাই মেনে বিজেপিকে ভোট দেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *