বালুরঘাট রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – বালুরঘাট রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবছরও ১২ই জানুয়ারী সোমবার সকালে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিন উপলক্ষ্যে মিশনের মহারাজ, ভক্ত, শিষ্য-শিষ্যা ও অনুরাগীদের উপস্থিতিতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করল।

শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের এনসিসি ক্যাডেটরাও যোগদান করে। এদিন সকালে রামকৃষ্ণ মিশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুভারম্ভ হয়ে বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিক্রমা করে পুনরায় রামকৃষ্ণ মিশনে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বালুরঘাট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সত্যধর্মানন্দ জী মহারাজ।

স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন উপলক্ষ্যে বালুরঘাটে বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানগুলির মাধ্যমে স্বামী বিবেকানন্দের আদর্শ ও শিক্ষাকে স্মরণ করা হয় এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *