স্বামী বিবেকানন্দের জন্মদিন ও জাতীয় যুব দিবসে বালুরঘাটে বিজেপি যুব মোর্চার ম্যারাথন দৌড়।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – আজ ১২ ই জানুয়ারি আজ বিষন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিন। পাশাপাশি আজ এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। তাই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বালুরঘাট শহরের হিলি মোড়ে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করে বিজেপি যুব মোর্চার উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, উক্ত কার্যক্রমের শুভ সূচনা করলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক মাননীয় শ্রী বাপি সরকার মহাশয়, দক্ষিণ দিনাজপুর জেলার যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। জানা গেছে এই ম্যারাথন দৌড় টি ৭ কিলোমিটার বিস্তৃত ছিল। যেখানে প্রায় দেড়শ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার, জিলা বিজেপির প্রাক্তন সভাপতি বিনয় কুমার বর্মন, বিজেপি নেতা অজয় সরকার সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী বলেন আজ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম দিবস। এই দিনটিকে সামনে রেখে যুব দের আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ করতে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করেছি। এই ম্যারাথন প্রতিযোগিতা টি বালুরঘাট হিলি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে ওটা বালুরঘাট প্রদক্ষিণ করে আবার বালুরঘাট হিলি মোড়ে মূর্তির পাদদেশে এসে শেষ হয়। আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি প্রতিযোগীকে উদ্বুদ্ধ করতে প্রত্যেককে সংবর্ধিত করেছি। যুব সমাজকে স্বামী বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ করতেই আমাদের এই প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *