
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা শহরের ঝাড়বনী সর্বার্থ সাধক মিলন সংঘ ক্লাবের উদ্যোগ প্রত্যেক বছরের মতো এই বছরও মকর সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বছরের মতো এই বছর দিবারাত্র ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই বছর ছয়টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই শুধু নয় পাশের রাজ্য ঝাড়খণ্ড – বিহার উড়িষ্যা – থেকেও এই বছর বহু ভলিবলের নামকরা খেলোয়াড় এই দিবারাত্রি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার ক্লাবের সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায় বলেন, টানটান উত্তেজনায় জুনশোল দলকে ১৭ -২১ সেটে হারিয়ে হলদিনালা দল এই টুর্নামেন্টে বিজয়ী হয়।প্রচুর দর্শক সমাগম হয়
ভলিবল খেলা দেখতে।












Leave a Reply