
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- ২৬ তম লোকসংস্কৃতি উৎসব আঞ্চলিক হস্তশিল্পী, কৃষি, প্রাণিসম্পদ, আদিবাসী মেলা।
বিভিন্ন রাজ্য থেকে আসা লোক সংস্কৃতি শিল্পীরা অংশগ্রহণ করেন বর্ণাঢ্য শোভাযাত্রায়, stkk রাজ্য সড়কে তিন কিলোমিটার বর্ণাঢ্য রেলি হয়, উপচে পড়া ভিড় রাস্তার দু’ধারে। এই রালিতে উপস্থিত আছেন চলচ্চিত্র অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।
১২ থেকে ১৮ই জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুরে। কয়েকশ স্টল মেলা প্রাঙ্গনে তৈরি করা হয়েছে।
কৃষিজাত পণ্য নিয়ে এ ছাড়া হস্তশিল্পীরা তাদের হস্তশিল্প নিয়ে মেলায় রয়েছেন।












Leave a Reply