মেমারির খাঁড়ো হাই মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আজ১৫ ই জানুয়ারিঃ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা মেমারি খাঁড়ো হাই মাদ্রাসা স্কুল (উঃ মাঃ) -এ বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা করা হয় খাঁড়ো যুবক সংঘের ফুটবল মাঠে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলকণ্ঠ কর্মকার প্রথমে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের ক্রীড়া দিবসের পতাকা উত্তোলন করেন। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করে মশাল সহযোগে মার্চপাস্ট করে ছাত্রছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শেষে শপথ বাক্য পাঠ করে ছাত্রছাত্রীরা। বয়স অনুযায়ী ছাত্রছাত্রীরা ৮০০ মিটার, ৬০০ মিটার, ৪০০ মিটার, ২০০ মিটার দৌড়, বস্তা দৌড়, লং জাম্প, ইত্যাদি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রধান শিক্ষক জানান ছাত্রছাত্রীদের চারটি গ্রুপে ভাগ করা হয় এবং প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পরীক্ষার ফলে মার্কস যোগ হয়। এছাড়াও সারা বছর সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ নানান প্রতিযোগিতায় সেরা গ্রুপের হাত ট্রফি যায়। ফলে গ্রুপ গত পড়াশোনা, খেলা, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, গজল, নাটক ইত্যাদি প্রতিযোগিতার মাধ্যমে সেরা হওয়ার দৌড়ে নিজেদের প্রচেষ্টায় বছরের শেষে ভাল ফল দেখতে পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *