
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন থেকে সামাজিক কাজে যুক্ত থাকার দরুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আজ উপস্থিত হলেন সমাজসেবক রাজা বৈদ্য এর বাড়িতে।।।। আজ তার বাসভবন কোচবিহার শহরে, ১ নং ওয়ার্ড , ভারত ক্লাব এর সন্নিকটে কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া উত্তরীয়, মুখ্যমন্ত্রীর পাঠানোর চিঠি এবং উপহার দিয়ে তাকে সম্মাননা প্রদান করা হয়।।।। ছোট থেকেই তিনি সমাজসেবার কাজে নিজেকে যুক্ত রেখেছেন।।। সামাজিক কাজের নিরিখে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ কোচবিহারের ছেলে রাজা বৈদ্যকে সংবর্ধনা জ্ঞাপন করলেন।।
এ বিষয়ে রাজা-বৈদ্য জানান আমাদের সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন,, যা রাজ্যের বিভিন্ন জেলায় আমরা রক্ত নিয়ে কাজ করি।।। এখন পর্যন্ত এই ১২-১৩ বছরের প্রায় ৩২ -৩৩ হাজার রক্ত মানুষকে প্রদান করতে পেরেছি।।। প্রতিদিন প্রতিনিয়ত মানুষকে আমরা রক্ত দিয়ে সহযোগিতা করি।।। প্রত্যেক মাসে ৬ থেকে ৭ টি রক্তদান শিবির আমরা করে থাকি । আমরা তৈরি করেছি ডোনার ডাটা ব্যাংক,, যার মাধ্যমে আমরা মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচিয়ে থাকি।।। বাৎসরিক বিভিন্ন জেলায় জেলায় আমরা রক্তিম বাইক যাত্রা করে থাকি।। আমাদের রয়েছে বিডিও পাঠশালা, ফুড এটিএম পরিষেবা, এছাড়াও সমাজ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি আমরা করে থাকি।।। কিছুদিন আগেই আমরা ডুয়ার্সের সান্ধ্যকালীন রক্তদান শিবির করে ডুয়ার্স উৎসব কমিটির সম্মাননাও পেয়েছি।।।
রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া আজকের এই সম্মান আমাদের ভবিষ্যতে সামাজিক কাজ করতে অনেকটাই অনুপ্রেরণা যোগাবে।।। আমাদের টিম ব্লাড ডোনার অর্গানাইজেশন প্রত্যেকটি সদস্য এবং সদস্যকে এই সম্মাননা উৎসর্গ করলাম।।। ধন্যবাদ জানাবো আমাদের কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া মহাশয় কে।
এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া জানিয়েছেন আজ সামাজিক কাজের নিরিখে রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার ও সম্মাননা আমরা প্রদান করলাম রাজা বৈদ্য কে । তার বাড়িতে এসে এই উপহার দিয়ে গেলাম।।। এবং ওদের সংস্থা ব্লাড ডোনার অর্গানাইজেশনের পাশে আমরা চিরকাল থাকবো।।। ওরা ভালো ভালো সমাজের কাজ করে এগিয়ে যাক।।।












Leave a Reply