
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- ব্যাডমিন্টনের মতো দ্রুততা আর নিখুঁততার খেলায় যেখানে দু’হাতের জোরই ভরসা, সেখানে এক হাতেই প্রতিপক্ষকে চাপে রাখছেন তিনি। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির বাসিন্দা কৃষ দে শনিবার বালুরঘাটে প্রমাণ করে দিলেন, সীমাবদ্ধতা মনকে আটকে রাখতে পারে না।দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের কবিতীর্থ ক্লাবের উদ্যোগে শনিবার উত্তরবঙ্গব্যাপী দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন হয়। সেই টুর্নামেন্টেই সাধারণ খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে নেমে নজর কেড়েছেন এমএ প্রথম বর্ষের ছাত্র কৃষ। জন্ম থেকেই তাঁর ডান হাতের কব্জির নীচের অংশ নেই। তবে বাঁ হাতেই র্যাকেট সামলে যে সাবলীল খেলা তিনি উপহার দিলেন, তাতে মুগ্ধ দর্শক থেকে প্রতিযোগীরা সকলেই।কৃষ নিয়মিত রাজ্য প্যারা গেমসে অংশ নেন এবং একবার স্বর্ণপদক জিতেছেন। প্যারা ন্যাশনাল স্তরের খেলোয়াড় হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। বালুরঘাটে খেলার ফাঁকে কৃষ বলেন, “জন্ম থেকেই ডান হাত নেই। কিন্তু সেটাকে কখনও সমস্যা বলে ভাবিনি। সমস্যা নিয়েই চলতে শিখে গেছি।” প্রতি বছরই তিনি রাজ্য প্যারা ব্যাডমিন্টনে অংশ নেন এবং সেখানেও তাঁর ঝুলিতে রয়েছে সাফল্য।কৃষের পার্টনার ও বন্ধু অভিষেক সরকার জানান, “কৃষের সঙ্গে খেলতে পেরে গর্ব হয়। এত বড় শারীরিক অসুবিধা নিয়েও যেভাবে আমাদের সঙ্গে সমানে টক্কর দেয়, তা সত্যিই অনুপ্রেরণার। ওকে দেখে আমাদের শহরের অনেক খেলোয়াড়ই আরও মনোযোগী হচ্ছে।”বালুরঘাটের কোর্টে এই দিন শুধু ম্যাচ নয়, ছড়িয়ে পড়ল জেদ, আত্মবিশ্বাস আর হার না মানা মানসিকতার গল্প।












Leave a Reply