
মালদা, নিজস্ব সংবাদদাতা :- এসআইআর শুনানি নিয়ে দিনভর সরগরম হরিশ্চন্দ্রপুর। কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হরিশ্চন্দ্রপুর ১ ব্লক এসআইআর শুনানি কেন্দ্রে হাজির এক সংখ্যালঘু যুবক। ওয়ারী দৌলতপুর এলাকার যুবক সালেকের তাজ্জব করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তার অভিযোগ শুনানির জন্য তাদের সমগ্র পরিবারকে নোটিশ ধরানো হয়েছে।কিন্তু কাগজপত্র সব আনার পরেও হয়রানি হতে হচ্ছে।তারা যে ভারতীয়।তারা যে এই দেশের নাগরিক সেই প্রমাণস্বরূপ এবার দাদুর কবরের মাটি নিয়ে এসে বিক্ষোভ দেখালো ওই পরিবার।












Leave a Reply