
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার জটেশ্বরে শুভ উদ্বোধন করা হলো ‘স্বপ্ন পূরণ স্কিল রাইজ ফাউন্ডেশন’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের। ফালাকাটা ব্লকের জটেশ্বর আশুতোষপল্লী এলাকায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধন উপলক্ষে এদিন সমাজসেবামূলক একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ ছিল উল্লেখযোগ্য। স্বাস্থ্য শিবিরে অংশ নিতে দূরদূরান্ত থেকে বহু মানুষ উপস্থিত হন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী পাল, জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র বর্মন, বিশিষ্ট সমাজসেবী আলোক ঘোষ, মদন দত্ত, ঈশ্বর রায়, প্রভাস দাস-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। স্থানীয় বাসিন্দারাও স্বপ্ন পূরণ স্কিল রাইজ ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।












Leave a Reply