জীবিত ৩৪৩ ভোটারের নাম বাদ দিতে চেয়ে ৭ নং ফর্ম জমা!!শ্রীঘরে বিজেপি নেতা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোটার তালিকা থেকে জীবিতদের নাম বাদ দিতে চেয়ে ৭ নং ফর্ম ফিলাপ করেছিলেন তমলুকের পিতুলসাহা গ্রামের অমিত মন্ডল।যিনি বিজেপি নেতাও বটে।এমন কাণ্ড করে অবশেষে শ্রীঘরে ঠাঁই হলো তার।অমিত মন্ডল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের পদুমবসানের ২৪২ নং বুথের ৩৪৩ জনের নামে ৭ নং ফর্ম জমা করেছিলেন। যার মধ্যে খোদ ওই বুথের বিএল ওর পরিবারের একাধিক লোকের নাম ছিল।২৪২ নং বুথের বি এল ও আসফাক আলী বেগ জানতে পারেন তার পরিবারের বেশ কয়েকজনের নামে ফর্ম ৭ জমা পড়েছে তার মধ্যে রয়েছেন তার মা শিক্ষরত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা আরজুমান লায়লা সহ তার বোন ভাই আরও অনেকে।জানতে পেরেই তিনি প্রশাসনের দ্বারস্থ হন।এফ আই আর দায়ের হওয়ার পরেই গ্রেফতার হন ওই বিজেপি নেতা।
তবে প্রশ্ন যে বুথের ৩৪৩ জনের নাম বাদ দিতে চেয়েছিলেন অভিযুক্ত,সেই বুথ থেকে তার বাড়ি প্রায় ১২ কিলোমিটার দূরে।কিসের ভিত্তিতে ফর্ম ৭ দাখিল করলেন তিনি সেই উত্তর খুঁজছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *