পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে কান্নায় ভেঙে পড়লেন মালদা মেডিক্যাল কলেজের অস্থায়ী কর্মী।

মালদা, নিজস্ব সংবাদদাতা : — বকেয়া বেতনের দাবীতে আন্দোলনে নেমে কান্নায় ভেঙে পড়লেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মী। মঙ্গলবার রাতে এমনই মর্মস্পর্শী ছবি নজরে এল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

জানা গেছে, মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ১৩৫জন চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মী গত পাঁচ মাসের বকেয়া বেতন না পেয়ে বেতনের দাবিতে আন্দোলনে নামলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ১৩৫ জন অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার দুপুর থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমএস ভিপি ও এসিস্ট্যান্ট সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। প্রায় তিন ঘন্টা ধরে চলে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মীরা জানান তারা কলকাতার একটি বেসরকারি কোম্পানির আওতায় কাজ করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বিগত পাঁচ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে দীর্ঘদিন ধরে তারা দাবি জানাচ্ছেন। এখনো পর্যন্ত বেতন না পাওয়াই মঙ্গলবার দুপুর থেকে আন্দোলনে সামিল হন এই ১৩৫ জন অস্থায়ী কর্মীরা। তবে এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমএসডিপি ডাক্তার প্রসেনজিৎ বর ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *