বকেয়া বেতন ও ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি, মালদা মেডিক্যাল কলেজে অচলাবস্থা।

দেবাশীষ পাল,, মালদা:—- কাজ থেকে ছাটাই, বেতন কাটছাঁট এর প্রতিবাদ ও বকেয়া বেতন সহ একগুচ্ছ দাবীতে মঙ্গলবার বিকেল থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত এমএস ভিপিকে ঘেরাও করে বিক্ষোভের পর বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করে অবস্থান বিক্ষোভ আন্দোলন শুরু করলেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীরা। এদিন তাদের আন্দোলনের জেরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী ও রোগীর পরিবারবর্গ চরম দুর্ভোগে পড়েন। রোগীর পরিবারের লোকজনেরাই রোগীকে কোলে করে ওয়ার্ডে নিয়ে যেতে বাধ্য হন।আন্দোলনকারী চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীদের অভিযোগ, তারা এক ঠিকাদার সংস্থার অধীনে হাসপাতালে কাজ করেন। কিন্তু সেই ঠিকাদার সংস্থা তাদের পাঁচ মাসের বেতন বকেয়া রেখেছে। এছাড়াও তারা পিএফ, ইএসআই সুবিধা ঠিকঠাক পাচ্ছেন না। সর্বক্ষণ তাদের উপর নজরদারি চালানো হচ্ছে। টানা কাজের মাঝে একটু বিশ্রাম নিলেই কোম্পানীর রোষানলে পড়তে হচ্ছে। কয়েক জনকে কাজ থেকেও ছাঁটাই করা হয়েছে। কিছু বলতে গেলেই তাদের হুমকি, ভয়ভীতি দেখানো হচ্ছে। এই সমস্ত কিছুর প্রতিবাদে এবং বকেয়া পাঁচ মাসের বেতনের দাবীতে মঙ্গলবার তারা দিনভর মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। তাই বুধবার সকাল থেকে তারা কর্মবিরতি পালন করে অবস্থান-বিক্ষোভ আন্দোলন করতে বাধ্য হচ্ছেন। যতক্ষণ তাদের দাবী-দাওয়া মানা না হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *