
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে গড়বেতা থানার পুলিশের উদ্যোগে গড়বেতা শহরের স্টেডিয়ামে স্কুলভিত্তিক জার্মান কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে ছিল যার চূড়ান্ত ফাইনাল খেলা এই দিন আঁধারনয়ন ও ঝাড়বনী হাই স্কুলের মধ্যে চূড়ান্ত ফাইনাল খেলায় দুই গোলে জয় লাভ করে আঁধারনয়ন হাইস্কুল, এই দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের DSP অপারেশন দেবরাজ ঘোষ,বিধায়ক উত্তরা সিংহ হাজরা,গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার চঞ্চল সিংহ,স্থানীয় বিশিষ্ট সমাজসেবী অসীম সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।












Leave a Reply