
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- স্বাস্থ্য ভবন অভিযানে অংশ নিতে যাওয়ার আগেই পূর্ব বর্ধমানের অম্বিকা কালনা রেল স্টেশনে কালনা রেল পুলিশের বাধার মুখে পড়লেন একাধিক আশা কর্মী। বৃহস্পতিবার সকালে টিকিট কেটে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের সময় পনেরোর বেশি আশা কর্মীকে আটকে দেয় রেল পুলিশ।
আশা কর্মীদের অভিযোগ, বৈধভাবে টিকিট কাটার পরেও তাঁদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি। রেল পুলিশের তরফে তাঁদের টিকিট ফেরত নিয়ে সংশ্লিষ্ট অর্থ ফিরিয়ে দেওয়া হয়। তবে কেন এইভাবে তাঁদের যাত্রায় বাধা দেওয়া হল, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাকে ঘিরে আশা কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, শান্তিপূর্ণভাবে দাবি-দাওয়া জানাতে যাওয়ার অধিকার রয়েছে তাঁদের, কিন্তু কোনও কারণ না জানিয়েই রেল পুলিশের এমন আচরণ গণতান্ত্রিক অধিকার হরণ করার শামিল।
এই ঘটনায় রেল পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সংবাদ লেখা পর্যন্ত রেল পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।












Leave a Reply