হবিবপুরের বকশীনগরে নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করে গ্রামবাসীদের বিক্ষোভ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বকশীনগর এলাকায় রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। বৃহস্পতিবার আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সীনগর থেকে ছাতিয়ানগাছি ঠাকুরপাড়া পর্যন্ত
15th ফিন্যান্সের ২ লাখ ৫৭ হাজার টাকার বরাদ্দে প্রায় ১৭৫ মিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়।বৃহস্পতিবার সেই কাজ চলাকালীনই গ্রামবাসীদের নজরে আসে, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এবং নির্ধারিত নিয়মনীতি ও শিডিউল অনুসরণ না করেই কাজ করা হচ্ছে।

গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার জন্য নির্ধারিত পুরুত্ব অনুযায়ী মাটি ও খোয়ার স্তর দেওয়া হচ্ছে না, প্রয়োজনীয় রোলার ব্যবহারও করা হচ্ছে না। পাশাপাশি কাজের গুণগত মান নিয়ে কোনও রকম নজরদারি নেই। এতে ভবিষ্যতে রাস্তাটি দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং সেখানে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের বক্তব্য, সরকারি অর্থে নির্মিত রাস্তার কাজ যদি এইভাবে নিম্নমানের হয়, তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে না। বরং অল্পদিনের মধ্যেই রাস্তা ভেঙে গিয়ে আবার সমস্যার সৃষ্টি করবে। তাঁরা দাবি করেন, কাজের মান যাচাই না করে কোনওভাবেই নির্মাণ চালু করতে দেওয়া হবে না।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পঞ্চায়েত সমিতির সদস্য উমা হালদার নন্দী। তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *