
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এসআইআর এর হেয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ ও ডেপুটেশন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির। অভিযোগ নির্বাচন কমিশন এসআইআর এর হেয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানি করাচ্ছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বালুরঘাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয় জেলা কংগ্রেস।
এদিন বালুরঘাট জেলা কংগ্রেসের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিলটি সারা বালুরঘাট শহর পরিক্রমা করে বালুরঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে। মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তপনক্রান্তি ( গোপাল ) দেব, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি স্বপন বিশ্বাস সহ কংগ্রেস নেতৃত্ব। এরপর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন তুলে দেয়।












Leave a Reply