
দেবাশীষ পাল, মালদা: তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব- রক্তের বিনিময়ে ভারতবাসীকে স্বাধীনতা প্রদানকারী বাঙালী বীর সৈনিক নেতাজী সুভাষচন্দ্র বসুর আজ ১২৯তম জন্ম জয়ন্তী। তাই শুক্রবার সকাল থেকেই দেশ জুড়ে দিনটি পালিত হচ্ছে মহা সমারোহে। সেই একই উৎসাহ, উদ্দীপনা নিয়ে শুক্রবার সাত সকালে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনটি পালন করা হলো। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ এই মর্মে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক প্রীতি গোয়েল। জেলা শাসকের সাথে উপস্থিত ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও। সেই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয় বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানও।












Leave a Reply