
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাম মন্দিরের বর্ষপূর্তিতে গঙ্গারামপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও রামলালার পুজো
রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার গঙ্গারামপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গঙ্গারামপুর কালিতলা কালীমন্দির প্রাঙ্গণে রাম বিগ্রহের পুজোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এদিন কালিতলা এলাকা থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয়, যা সমগ্র গঙ্গারামপুর শহর পরিক্রমা করে পুনরায় কালিতলা কালীমন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় কয়েক শত বিজেপি কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। রামধ্বনি ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, অশোকবর্ধন, সনাতন কর্মকার-সহ বিজেপির একাধিক নেতৃত্ব।
শোভাযাত্রা শেষে কালিতলা কালীমন্দির প্রাঙ্গণে যথাযথ আচার ও পূজাবিধির মাধ্যমে রামলালার পুজো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।












Leave a Reply