
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সরস্বতী পুজোকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই তীব্র রাজনৈতিক উত্তেজনায় উত্তাল হয়ে ওঠে পতিরাম। পতিরাম চৌরঙ্গীতে ‘রাষ্ট্রবাদী ছাত্রযুব সমাজ’ নামে একটি সংগঠনের উদ্যোগে এই বছর প্রথমবার সরস্বতী পুজোর আয়োজন করা হয়। স্থানীয়দের একাংশের দাবি, এই সংগঠনের নেপথ্যে বিজেপি রয়েছে এবং পুজো আয়োজনে বিজেপির নেতাকর্মীরাই সক্রিয়ভাবে যুক্ত।
বিতর্কের সূত্রপাত পুজো মণ্ডপের সাজসজ্জা ঘিরে। মণ্ডপের একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের বিবরণ তুলে ধরা হয়েছে। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চ্যাটার্জি ও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে একাধিক কার্টুন ও লেখায় ‘দুর্নীতি’, ‘কয়লা কেলেঙ্কারি’ সহ নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। এই ছবি ঘিরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক।
শুক্রবার সকালে পতিরাম তৃণমূল কংগ্রেসের কর্মীরা থানায় গিয়ে মণ্ডপের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, ধর্মীয় অনুষ্ঠানে উসকানিমূলক রাজনৈতিক ছবি প্রদর্শন করা হয়েছে। পাল্টা পুজো কমিটির সমর্থকরাও জমায়েত হন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক বুধরাই টুডু সহ একাধিক জেলা নেতা।
দুপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তিনি পুজো মণ্ডপ থেকেই তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। পাল্টা তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বিজেপির সমালোচনা করে শান্ত থাকার আহ্বান জানান। গোটা এলাকায় এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে।












Leave a Reply