
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি–৩ ব্লকের কুমিরদা অঞ্চলে পানিচিয়াড়ি উত্তর জুনিয়র হাইস্কুলে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঁথি–৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রাজকুমার দাস, বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ তনুশ্রী পন্ডা, পঞ্চায়েত সদস্য তপন দাস, শিক্ষক ঝাড়েশ্বর বর সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, দলগত চেতনা ও আত্মবিশ্বাস গড়ে ওঠে—এ কথা উল্লেখ করে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।
দিনভর বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয় চত্বর জুড়ে তৈরি হয় আনন্দ ও উৎসবের পরিবেশ।












Leave a Reply