এসআইআর কেন্দ্র ঘিরে তৃণমূলের দুই নেতার প্রকাশ্য বচসা, ভিডিও ভাইরাল রতুয়ায়।

দেবাশীষ পাল,,মালদা —– এস আই আর কেন্দ্রে, দুই তৃণমূল নেতার, বচসা, একে অপরের উদ্দেশ্যে গালাগালি। দেখে নেবার হুংকার। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম । মালদার রতুয়া ১ নম্বর ব্লকের ঘটনা।
শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ বিজেপির।
রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, আমিরউদ্দিনের অভিযোগ এসআইআর শুরু হওয়ার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন। তিনি যেমন রতুয়া দুই নম্বর ব্লকে ঘুরে দেখেছেন পাশাপাশি গত ২১ তারিখ তিনি রতুয়া এক নম্বর ব্লকে যান। সেখানে গিয়ে তিনি দেখেন এস আই আর এর কাজ ধীরে তালে হচ্ছে। মানুষকে লম্বা লাইনে দাঁড়িয়ে হেনস্থা হতে হচ্ছে। আর এই নিয়ে তিনি প্রতিবাদ করেন। আর ঠিক সময় তার দলের ই আরেক নেতা শেখ মিনু চিনি রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ, কার দিকে ছুটে আসেন। তাকে অসভ্য ভাষায় গালাগালি ও হুমকি দেন। সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। তিনি তিনি এর প্রতিবাদ করেন।
পাল্টা শেখ মিনু দাবি, ফতুয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হঠাৎ নিজের দুই নম্বর ব্লক ছেড়ে এক নম্বর ব্লকে এসে সাধারণ মানুষকে অশান্তি করার জন্য উস্কানি দিচ্ছিলেন। তিনি তার প্রতিবাদ করেছেন। আসলে, রতুয়া ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির এখন রতুয়া বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছা হয়েছে। আর সেই কারণে এক নম্বর ব্লকে এসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছিলেন। তিনি এর প্রতিবাদ করেছিলেন।
এদিকে দুই নেতার প্রকাশ্যে বচসা ও বাকবিটন্ডা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির, বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন, তৃণমূল একটা উৎশৃংখল দল। এস আই আর কেন্দ্র সামনে দুই নেতা একে অপরকে গালাগালি দিচ্ছেন। মারামারি করতে উঠছেন। এরা একে অপরকে মানে না। এখন রতুয়া বিধানসভা কেন্দ্রে মারামারি লেগেছে প্রার্থী হবার জন্য, তাই এসব হচ্ছে।
এই ধরনের ঘটনা কাম্য নয়। এটা আমরা বুঝে নেব। তবে, বিরোধীদের এনি উল্লেখিত হওয়ার কিছু নেই। তবে জেলা তৃণমূলের মুখপাত্র আসিস কুন্ডুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *