কুমারগঞ্জে শুনানি চলাকালীন মাইক্রো অবজারভারের উপর হামলা, র‍্যাফ মোতায়েন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কুমারগঞ্জ ব্লক অফিসে চলা শুনানির মাঝেই চাঞ্চল্যকর হামলার ঘটনা সামনে এসেছে। জাকিরপুর অঞ্চলের শুনানি চলাকালীন মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াইয়ের উপর মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত হয়েছেন আরও এক আধিকারিক দিলীপ লাকরাও।
জানা গিয়েছে, দিব্যেন্দু গড়াই মাইক্রো অবজারভার হিসেবে কুমারগঞ্জে SIR সংক্রান্ত কাজের দায়িত্বে নিযুক্ত ছিলেন। ঘটনার কিছুক্ষণ পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র‍্যাফ মোতায়েন করা হয়। বর্তমানে দিব্যেন্দু গড়াই কুমারগঞ্জের বিডিও-র হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, দিব্যেন্দু গড়াই বালুরঘাটের এলআইসি অফিসে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত। সরকারি কাজ চলাকালীন এমন হামলার ঘটনায় প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে ব্লক অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। কী কারণে এই হামলার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *