
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের কেওয়াকোল গ্রামীণ হাসপাতালের সামনে একটি মহিলা শৌচাগার থেকে মোবাইল উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য,ঘটনায় জানা যায় গত বৃহস্পতিবার মহিলা শৌচাগারের মধ্যে মোবাইল দেখতে পান একজন মহিলা। তাঁর অভিযোগ, “ভিডিয়ো ছবি তোলার জন্য হয়তো ওই মোবাইলটি বাথরুমের জানালাতে রাখা হয়েছিল।”এরপর মোবাইলটি নিয়ে হাসপাতালে জমা দেন ওই মহিলা। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ মোবাইলটি গোয়ালতোড় থানায় জমা দিয়ে তদন্ত করতে বলা হয়। শনিবার ওই মহিলাকে নিয়ে হাসপাতালে যান বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার মহিলা মোর্চার আহ্বায়ক শম্পা ভট্টাচার্য সহ তাঁর দলের কর্মীরা। এইদিন শম্পা বলেন, “এই ঘটনায় মনে হচ্ছে হাসপাতালের বাথরুমও মহিলাদের কাছে নিরাপদ নয়, তদন্ত করলেই বিষয়টি পরিষ্কার হবে।”












Leave a Reply