
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের বিধায়ককে তৃণমূলের কর্মীরাই দলীয় পতাকা কাঁধে নিয়ে চোর বলে এলাকা ছাড়ালেন তৃণমূল কর্মীরাই। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের কসবা এলাকায়। জানা গিয়েছে এলাকায় তৃণমূলের পূর্ব ঘোষিত “উন্নয়নের পাঁচালী”কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন নারাণগড়ের বিধায়ক সূর্য অট্ট। তখনই তৃণমূল কর্মীরা চোর স্লোগান দিয়ে কার্যত এলাকা ছাড়তে বাধ্য করলেন বিধায়ককে। আর এই ছবি প্রকাশের চলে আসায় কার্যত অসস্তিতে তৃণমূল। অভিযোগ কর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখেনি বিধায়ক। এতেই ক্ষোভ বেড়েছে এলাকার তৃণমূল কর্মীদের। যদিও ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। অন্যদিকে এই ঘটনার পর কার্যত কটাক্ষ শুরু করে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।












Leave a Reply