
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- নিমদহ শিশুশিক্ষা কেন্দ্রে সরস্বতী পূজা না করানো নিয়ে এবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক প্রতিনিধি আলাউদ্দিন শেখ।
তিনি স্পষ্টভাবে বলেন, “এই পূজা না করানোর জন্য ওই দিদিমণি-ই দায়ী। উনি মিথ্যা নানা অজুহাত দেন। আমাদের কথা শোনেন না।”
অন্যদিকে, শুক্রবার দুপুর প্রায় একটা নাগাদ পূর্বস্থলী থানার পুলিশ নিয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষিকা অঞ্জনা চ্যাটার্জী। তাঁকে দেখেই অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ চরমে ওঠে। প্রথমে তিনি শারীরিক অসুস্থতার কথা বললেও, পরে ভুল হয়েছে, বলে তিনি স্বীকার করে নেন
পরিস্থিতির মধ্যে পূর্বস্থলী-২ পঞ্চায়েত সমিতির এক সদস্য ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের উদ্যোগে গ্রামবাসীরাই সরস্বতী প্রতিমা কিনে স্কুলের দরজার সামনে পূজার আয়োজন করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এই দৃশ্য ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।
প্রশ্ন উঠছে—সরকারি স্কুলে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য পালনে বাধা কেন? কার দায়িত্বে এমন পরিস্থিতি?












Leave a Reply