নেতাজি জয়ন্তীর সঙ্গে বাগদেবীর আরাধনা—মেমারিতে সরস্বতী পুজোয় উৎসবের আবহ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আজ ২৩শে জানুয়ারিঃ শুক্রবার পূর্ব বর্ধমান জেলা মেমারি ভি এম ইনস্টিটিউশন ইউনিট ১ স্কুলে নেতাজী জয়ন্তী পালনের পাশাপাশি মহাসমারোহে বাগদেবীর আরাধনা ও ছাত্রছাত্রীদের দুপুরে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। রক্ষা কালীতলা পাড়ায় চতুর্থ বর্ষ সার্বজনীন সরস্বতী পুজো আয়োজিত হয়। পাড়ার পড়ুয়ারা এই পুজো উপলক্ষে ১৮ জানুয়ারি অঙ্কন ও ক্যুইজ প্রতিযোগিতা করে, যেখানে প্রায় তিন শতাধিক ছেলেমেয়ে অংশগ্রহণ করে বলে জানান উদ্যোক্তারা। মেমারি ভি এম ইনস্টিটিউশন ইউনিট ২ স্কুলে শুধু পুজো হয়, খাওয়ার ব্যবস্থা আগামী ২৭ জানুয়ারি রাখা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক। মেমারি কলেজে সরস্বতী পুজো উপলক্ষে সজ্জা, মূর্তি, সবেতেই অভিনবত্বের ছাপ দেখা যায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়তী ভট্টাচার্য্য জানান কলেজে ছাত্রছাত্রীরা বেশ আনন্দ করছে, দুপুরে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা রয়েছে। ফলে সকাল থেকে ছাত্রছাত্রীরা পুষ্পাঞ্জলি দেওয়া থেকে শুরু করে সেলফি জোনে ছবি তোলা সহ তাদের মত করে দিনটি কাটাচ্ছে, যা দেখে নিজেদের স্কুল কলেজ জীবনের স্মৃতি ফিরে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *