
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি–৩ ব্লকের কানাইদিঘী অঞ্চলে রাজ্য সরকারের পথশ্রী–৪ প্রকল্পের আওতায় নির্মিত ২ কিলোমিটার দীর্ঘ ঢালাই রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তার উদ্বোধন করেন কাঁথি–৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা মিতা রাণী সাউ, কানাইদিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা ভঞ্জ গিরি, উপপ্রধান শম্ভু রাম পাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নির্মল মান্না, সুষমা প্রধান, চন্দন জানা, দিনেশ রুদ্র, গৌরিশঙ্কর রায়, কৃষ্ণগোপাল জানা, কেতকি মাইতি সহ বুথের একাধিক নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হতো সাধারণ মানুষকে। বিশেষ করে বর্ষার সময়ে কাদা ও জল জমে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। নতুন ঢালাই রাস্তা নির্মাণের ফলে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, কৃষক, ব্যবসায়ী ও রোগী পরিবহণ—সব ক্ষেত্রেই উপকৃত হবেন এলাকাবাসী।
অনুষ্ঠানে বক্তারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় টেকসই রাস্তা নির্মাণ সেই উন্নয়নেরই প্রতিফলন।
নতুন রাস্তা চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির হাওয়া বইছে। তাঁদের আশা, এই উন্নয়নের ফলে এলাকার সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতি পাবে।












Leave a Reply