পুজো মণ্ডপে রাজনৈতিক পোস্টার! পতিরামে প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল।।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার সরস্বতী পুজোকে কেন্দ্র করে পতিরামে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। পুজো মন্ডপে রাজনৈতিক ছবি ও পোস্টার লাগানোর অভিযোগকে ঘিরে শুরু হওয়া বিতর্কের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় পতিরাম চৌরঙ্গীতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি পতিরামের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে চৌরঙ্গীতে এসে শেষ হয়, যেখানে পরবর্তীতে একটি প্রতিবাদ সভা হয়।

ঘটনার সূত্রপাত পতিরাম চৌরঙ্গীতে ‘রাষ্ট্রবাদী ছাত্রযুব সমাজ’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ বছর প্রথমবার সরস্বতী পুজোর আয়োজনকে ঘিরে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এই সংগঠনের নেপথ্যে বিজেপি রয়েছে। অভিযোগ অনুযায়ী, পুজো মন্ডপে তৃণমূল নেত্রীর আদলে আঁকা কার্টুন ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ সংক্রান্ত পোস্টার টাঙানো হয়, যা ঘিরে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেসের কলেজ ইউনিটের এক নেতা।

শনিবারের প্রতিবাদ সভা থেকে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজনীতি ঢুকিয়ে বাংলার সংস্কৃতি ও সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চলছে। তাঁদের বক্তব্য, সরস্বতী পুজোর মতো পবিত্র অনুষ্ঠানে রাজনৈতিক প্ররোচনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে পতিরাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “পতিরামে বিজেপির বর্তমান নেতা আগে গোরু পাচার ও গঙ্গারামপুরের মহাজনের টাকা মেরে বড়লোক হয়েছে। এখন বিজেপির নেতা হয়ে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করছে।” সভায় আরও বক্তব্য রাখেন স্নেহলতা হেমরম, অমরনাথ ঘোষ, দীপা দাস মন্ডল, সাহেনশা মোল্লা সহ তৃণমূলের একাধিক নেতা ও কর্মী। তাঁদের বক্তব্যে একটাই দাবি উঠে আসে—ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতি নয়, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *