
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – গত একুশে জানুয়ারি তারিখে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট পৌরসভা এলাকার ৪০ টি প্রকল্পের অধীনে ৫০ টি কাজের ওয়ার্ক অর্ডার তুলে দেওয়া হয়েছিল। ৪ কোটি ৮৫ হাজার টাকারও বেশি। শনিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চল্লিশটি প্রকল্পের ৫০টি কাজের শুভ সূচনা করলেন ভার্চুয়াল মাধ্যমে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা পাশাপাশি উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মুনমুন কর, কাউন্সিলর পিন্টু দাস, পল্লব দাস, প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা তৈরির জন্য ঐদিন ওয়ার্ক অর্ডার গুলি তুলে দিয়েছিল বালুরঘাট পৌরসভা। সেই রাস্তা গুলির কাজের সূচনা করা হয়। এদিন এই প্রসঙ্গে বলতে গিয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন কিছুদিন আগে আমরা বালুরঘাট পৌরসভার ৪০ টি প্রকল্পের ৫০টি কাজের ওয়ার্ক অর্ডার তুলে দিয়েছিলাম। এতগুলি কাজ আলাদা আলাদা করে সূচনা করতে গেলে অনেক সময় ব্যয় হবে। তাই আজ আমরা প্রতিটি কাজ একসঙ্গে ভার্চুয়াল মাধ্যমে সূচনা করলাম। জন্য মোট ব্যয় হবে ১ কোটি ৮৫ লক্ষ টাকারও বেশি।












Leave a Reply